মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইল শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের আয়োজনে ‘সহিংসতা, নিপীড়ন ও ভয়: বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের একটি ধারাবাহিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রম অধিকার সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ড. ইশতিয়াক আহমেদ তালুকদার, বিষয় ভিত্তিক উপস্থাপনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বশির উদ্দিন আহমেদ ও গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর এইচআর ও এডমিনের সহকারী পরিচালক সামছুল আরেফিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুখসানা সিদ্দীকা। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রম অধিকার সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, এমন এক কাঠামো তৈরি হয়েছে আমাদের সমাজে, উপরের কাঠামোতে যারা আছে তাদের সমীহ করতে হবে, তাদের লঙ্ঘন মেনে নিতে হবে। এগুলোর প্রতিবাদ করা যাবে না, এমন সংস্কৃতি তৈরি হয়েছে। নব্বই এর আগ থেকেই প্রতিবাদ না করতে করতে এমন পরিস্থিতির তৈরি হয়েছে, এর বিরুদ্ধে যে মানুষ উঠে দাড়িয়েছে এটাই বড় অর্জন। অনেক পেশায় মানুষের নাম পরিবর্তন হয়ে যায়, এগুলোই মানবাধিকার লঙ্ঘন। আমরা অবলীলায় যারা ছোট কাজ করে তাদের তুই বলি, এটা মানবাধিকার লঙ্ঘন। আমরা শ্রম অধিকার সংস্কার কমিশন কাজ শুরু করেছি পরিচ্ছন্নতাকর্মী ও গৃহকর্মী দিয়ে।

 

 

 

১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *