কালিহাতীর সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমকে গ্রেফতার

আইন আদালত কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ

সোহেল রানা কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেরাব ইসলাম তারেকের উপর হামলা মামলায় সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীমকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওসমান জানান, গত (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেরাব ইসলাম তারেক আনন্দ মিছিল নিয়ে উপজেলা গেইটের দিকে যাওয়ার সময় তার ওপর হামলা চালিয়ে আহত করে। পরে তার পিতা মমিনুল ইসলাম বাদী হয়ে গত (১৮ আগস্ট) কালিহাতী থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

২৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *