
হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুরে জরায়ু মুখের ক্যান্সার প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে মধুপুর রানী ভবানী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।
১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মেডিকেল অফিসার ফাতেমাতুজ্জোহরা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মধুপুর রানী ভবানী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই রোকন উদ্দিন ভূঁইয়া সেলিম প্রমুখ। উদ্বোধন কালে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এ টিকা কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন অতিথিরা। উদ্বোধনী দিনে মধুপুরে ৪৩ টি কেন্দ্রে চলছে এ টিকা প্রদান কার্যক্রম।