টাঙ্গাইল মহাসড়কে ২৭ মামলার আসামীসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার

আইন আদালত কালিহাতী টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে তিনটি চোরাই মোটরসাইকেলসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। গ্রেপ্তারকৃতরা উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাকারী দলের সক্রিয় সদস্য। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তরকৃতরা হচ্ছেন- টাঙ্গাইল শহরের দক্ষিণ থানাপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে আল আমিন (২৭), জেলার কালিহাতী উপজেলার সিঙ্গাইর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান আহম্মেদ লিজন (২৮) এবং নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিজবাগ গ্রামের মজিবল হকের ছেলে হাসান (২৬) ও একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আশরাফ হোসেন (২৫)। তাদের মধ্যে আল আমিনের নামে বিভিন্ন থানায় নানা অপরাধের ২৭টি মামলা রয়েছে। অন্যদের নামে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঢাকার মোহাম্মদপুর থেকে বগুড়াগামী মোটরসাইকেল চালক নোমান শেখ উত্তরবঙ্গ-ঢাকা মহাসড়কে গত (১৪ নভেম্বর) টাঙ্গাইলের কান্দিলা পৌঁছলে পেছন থেকে দুটি মোটরসাইকেল এসে তার উপর হামলা করে। হামলাকারীরা তাকে আহত করে দুই লাখ ৯৭ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি ছিনতাই করে উত্তরবঙ্গের দিকে নিয়ে যায়। এ বিষয়ে নোমান শেখ টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুর উপজেলা এবং কক্সবাজার ও নোয়াখালী জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করা হয়। আসামীদের ১০ দিনের অধিকতর জিজ্ঞাসাদের (রিমান্ড) আবেদন করে গ্রেপ্তারকৃতদের আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাদের মধ্যে আল আমিনকে তিন এবং রায়হান আহম্মেদ লিজনকে দুই দিনের অধিকতর জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছেন।

 

 

৬৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *