
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৩ দিন ধরে অবস্থান করছেন তিন সন্তানের এক জননী। শনিবার (১৪ অক্টোবর) থেকে পরকীয়া প্রেমিক আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছেন তিনি। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল হোসেন গা ঢাকা দিয়েছেন। অভিযুক্ত আবুল হোসেন উপজেলার এলেঙ্গা পৌরসভার হিজুলী গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ওয়ালটন কোম্পানিতে কর্মরত।
ভুক্তভোগী নারী জানান, প্রায় ৭ বছর ধরে আবুল হোসেনের সঙ্গে তার সম্পর্ক। বিয়ের প্রলোভনে একাধিকবার আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে। এখন কোনো উপায়ন্তর না দেখে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান করছি। স্থানীয় কাউন্সিলর মুক্তার আলী জানান, ছেলের সঙ্গে ওই নারীর ঘটনার বিষয়ে মিমাংসা করে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি তবে চেষ্টা চলছে।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি তদন্ত মনিরুজ্জামান শেখ জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।