মধুপুরে ইকো পার্ক বিরোধী আন্দোলনে নিহত পীরেন স্নালের মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল মধুপুর লিড নিউজ

হাবিবুর রহমান, মধুপুর ॥
নানা আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলের মধুপুর গড়ে বিগত ২০০৪ সালে (৩ জানুয়ারি) ইকো পার্ক বিরোধী আন্দোলনে নিহত পীরেন স্নালের ২১ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে পীরেনের নিজ গ্রাম জয়নাগাছা গ্রামে আলোচনা সভা ফুটবল টুর্নামেন্ট ও তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, গারো স্টুডেন্ট সংগঠন, আদিবাসী ইউনিয়ন মধুপুর শাখার সার্বিক সহযোগিতায় আবিমা গারো ইয়ুথ এসোসিয়েশন আজিয়া কেন্দ্রীয় কমিটি পীরেনের ২১ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
পাহাড়িয়া গারো অভূষিত জয়নাগাছা গ্রামে মিশনারী স্কুল মাঠে আলোচনা সভা ও পীরেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে। ফুটবল টুর্নামেন্টের পাইনাল খেলায় বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করে। আবিমা গারো ইয়ুথ এসোসিয়েশন আজিয়া কেন্দ্রীয় কমিটি প্রতি বছরের মতো এবারও পীরেনের স্মৃতি স্মরণে টুর্নামেন্টের আয়োজন করে। লাল মাটির শোলাকুড়ি ইউনিয়নের জয়নাগাছা মিশনারী স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাধুপাড়া ও মমিনপুর দল অংশগ্রহণ করে। খেলার উদ্বোধন করেন আজিয়ার সাবেক আহবায়ক মিঠুক হাগিদক।
এর আগে আলোচনা সভায় আজিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল মানখিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিয়ার সাবেক আহবায়ক মিঠুন হাগিদক, প্রয়াত চলেশ রিছিলের স্ত্রী সন্ধ্যা সিমসাং, অরণখোলা ইউনিয়ন পরিষদের সদস্য ফিলিপ কুবি, শোলাকুড়ির তুহিন নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের ইদিলপুর শাখার সভাপতি উৎপল রেমা, আজিয়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব সত্যজিত নকরেক, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গারো স্টুডেন্ট এসোসিয়েশন মধুপুর শাখার সাধারণ সম্পাদক হিমালয় চিরান, বাগাছাসের মধুপুর শাখার সভাপতি বিপ্লব রেমা, বাগাছাস মধুপুর শাখার সাবেক সভাপতি বিজয় হাজং, আদিবাসী ইউনিয়ন মধুপুর শাখার সভাপতি জুয়েল চাম্বুগং প্রমুখ।
এর আগে সকালে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আজিয়া, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও এলাকাবাসী পরেনের সমাধিতে পুস্পস্তক অর্পণ করে।

 

 

১৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *