টাঙ্গাইল টাইগার্সের কাছে ২২ রানে বগুড়া সিটি একাডেমী পরাজিত

খেলা টাঙ্গাইল

স্পোর্টস রিপোর্টার ॥
রাজধানী ঢাকা মিরপুরের বগুড়া সিটি একাডেমী দলের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল টাইগার্স একাডেমী দল ২২ রানে জয়ী হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ২ দিনের দুটি প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
সকালে টস জয়ী টাঙ্গাইল টাইগার্স একাডেমী প্রথমে ব্যাটিং করে আবহাওয়া জনিত কারনে ওভার কার্টেল করে নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেটে ২১৬ রান করে। দলের পক্ষে সিয়াম সর্বোচ্চ ৭৯ রান করে। এছাড়া শাহেদ ২৫, ফিরোজ ২১, চয়ন ১৯ ও শান্ত ১৩ রান করে। বোলিংয়ে বগুড়া সিটি একাডেমীর পক্ষে ইমরান ২টি এবং প্রীতম, আতিক, নাঈম ১টি করে উইকেট দখল করে।
জবাবে বগুড়া সিটি একাডেমী দল ৩৫ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করলে ২২ রানে পরাজিত হয়। দলের পক্ষে রিমন সর্বোচ্চ ৬৬ রান করে এছাড়া জুনায়েত ৪১ ও মারুফ ১৬ রান করে। বোলিংয়ে বিজয়ী টাঙ্গাইল টাইগার্সের পক্ষে সিয়াম ৩টি উইকেট দখল করে। ব্যাটিংয়ে ৭৯ ও বোলিংয়ে ৩টি উইকেট নিয়ে সিয়াম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
ঢাকার বগুড়া সিটি একাডেমীর খেলোয়াড়বৃন্দরা হলেন- জুনায়েদ (অধিনায়ক), মারুফ, সিয়াম, আতিক, নাঈম, প্রীতম, ইমরান, রাজ্জাক, ইকবাল, রনি, রিমন, হৃদয় ও মেহেদী।
রবিবার (৫ জানুয়ারী) একই মাঠে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

 

 

৩১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *