স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উদ্যোগে দুই শতাধিক দুস্থ, অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পৌর ভবন থেকে এই কম্বল বিতহরণ করা হয়।
এ সময় পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথমদিন ৩ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে এই কম্বল বিতরণ করা হবে বলে হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন।
১৬ Views