স্পোর্টস রিপোর্টার ॥
মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমীর সাথে প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল টাইগার্স একাডেমী ৩১ রানে জয়ী হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) টাঙ্গাইল স্টেডিয়ামে দুটি প্রীতি ক্রিকেট ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন দু’দলের মাঝে পরিচিত হয়ে খেলার উদ্বোধন করেন।
সকালে টস জয়ী টাঙ্গাইল টাইগার্স একাডেমী প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান করে। দলের পক্ষে রিহান সর্বোচ্চ ৬০ রান করে। এছাড়া কাব্য ৩২ ও শিমরোজ হাসান শিহাদ ১৩ রান করে। বোলিংয়ে বিজিত মানিকগঞ্জ রাইজিং একাডমীর পাভেল ৩টি উইকেট দখল করে। এছাড়া নাফি ও সামি ২টি করে উইকেট দখল করে।
জবাবে মানিকগঞ্জের রাইজিং ক্রিকেট একাডেমী ৯ উইকেটে ১৪৩ রান করলে টাঙ্গাইল টাইগার্স ৩১ রানে জয়লাভ করে। দলের পক্ষে সাইম সর্বোচ্চ ৪১ রান করে। টাইগার্স ক্রিকেট একাডেমীর পক্ষে শিমরোজ হাসান শিহাদ ও নিরব যথাক্রমে ১৭ ও ২২ রানে ২টি করে উইকেট দখল করে। খেলায় রিহান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
বিশেষভাবে পুরষ্কারকৃত হন রাউজিং ক্রিকেট একাডেমীর সাইম (৪১ রান), পাভেল (৪ উইকেট) ও সুফিয়ান (উদীয়মান)। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন সাবেক ক্রিকেট খেলোয়াড় জাতীয় নাগরিক কমিটির টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাসুদুর রহমান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার শিশু বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান, টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর কোচ ইসলাম খান ও মানিকগঞ্জ রাইজিং ক্রিকেট একাডেমীর কোচ আতিকুর রহমান। আম্পায়ার ছিলেন স্বপন কুমার দত্ত ও জুয়েল রানা। রোববার (১২ জানুয়ারী) দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।