ঘাটাইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঘাটাইল টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার।।

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনের ফলে ঘাটাইলের মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। চাঁদা দিতে হতো। হামলা মামলা খেয়ে বিএনপির নেতা কর্মীরা ১৮ বছর ঘর ছাড়া ছিল। তাদের দুঃশাসনের ফলে মানুষ দীর্ঘ দিন ভোটারাধিকার প্রযোগ করতে পারেনি।

বিএনপি গণতন্ত্রে বিস্বাসী। মানুষের ভোটের অধিকার ফিরে দিতে চায়। বিএনপি সেই লক্ষ্য নিয়ে গন মানুষের সাথে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি যদি গণ মানুষের ভোটে নির্বাচিত হয় তাহলে এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ,ব্যবসায়ীসহ সব শ্রেনী পেশা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে।

বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয়। গণ মানুষের ভাগ্যের উন্নয়ন কাজ করে।

১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজে দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত  দরিদ্রের মাঝে কম্বল বিতরণ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিজুর রহমান খান এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম, সহসভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন ,পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম, পৌর যুব দলের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিজুর রহমান ভুঁইয়া প্রমুখ।

এ সময় ঘাটাইলের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত।

সাইদ সরকার প্রমুখ।

পরে তার ব্যক্তিগত তহবিল থেকে ৩৩০ জন দরিদ্র জনগোষ্ঠীর মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।

 

Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *