স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের সহযোগিতায় শনিবার (১৮ জানুয়ারি) নবগঠিত সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ‘সাইবার সিকিউরিটি এক্সপো-২০২৫’ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এক্সপ্রো ও ‘মাভাবিপ্রবি সাইবার সিকিউরিটি ক্লাব’ নামে নতুন ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. উমর ফারুক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম ও প্রক্টর
অধ্যাপক ড. মো. ইমাম হোসেন। এছাড়াও বক্তৃতা করেন আইকিউএস্#ি৩৯;র পরিচালক ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মতিউর
রহমান এবং সাইবার সেন্টারের পরিচালক ও ক্লাবের উপদেষ্টা ড. জিয়াউর রহমান। স্বাগত বক্ততা করেন ক্লাবের সভাপতি মো. তাসনিম আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক নাফিউল আলম মিরাজ।
প্রধান অতিথি বলেন, বর্তমান ডিজিটাল যুগে সাইবার সিকিউরিটি আমাদের ব্যক্তিগত, পেশাগত এবং জাতীয় নিরাপত্তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ইন্টারনেট এবং প্রযুক্তির সুবিধা যেমন আমাদের জীবনকে সহজতর করেছে, তেমনি এর অপব্যবহার থেকে সুরক্ষিত থাকার
চ্যালেঞ্জও তৈরি করেছে। এই এক্সপো এবং ক্লাবের মাধ্যমে নতুন প্রজন্ম সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সাইবার ঝুঁকি মোকাবিলার কৌশল শিখতে পারবে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলবে। তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই উদ্যোগ ভবিষ্যতে সাইবার অপরাধ দমন এবং আমাদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ক্লাবের প্রতিটি সদস্যকে আহবান জানিয়ে বলেন, আপনারা নিজ নিজ জায়গা থেকে সাইবার সুরক্ষার প্রচারণা চালিয়ে যান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করুন।
সর্বশেষে, তিনি এই উদ্যোগের সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ক্লাবের সফলতা কামনা করেন। তিনি বলেন, সবাই একযোগে কাজ করলে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে একটি উদাহরণ হয়ে উঠতে পারে।
তিনি বক্তব্যে ব্যক্তি ও জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন এবং ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ব্যক্ত করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মাভাবিপ্রবিতে সাইবার সিকিউরিটি এক্সপো অনুষ্ঠিত
৬ Views