স্টাফ রিপোর্টার।।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ১৯ দফা হতে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩ টায় টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহীন প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল।
উক্ত সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের উপদেষ্টা এড. ফায়েজুর রহমান ও ডাক্তার ফিরোজ খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ।
অনুষ্ঠানে বক্তাগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং জিয়াউর রহমানই প্রকৃত উন্নয়ন শুরু করেন ও দেশ বিনির্মানে ১৯ দফা কর্মসুচী ঘোষনা করেন। পরে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার প্রকৃত ইতিহাস মুছে ফেলে অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন হত্যা অর্থ পাচার করে দেশকে নরকে পরিনত করেন। দেশকে বাচাতে ও পুর্ণগঠনে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রথমে ২৭ দফা ও ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করেন বিএন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান।
আরো বক্তব্য প্রদান করেন জিয়া পরিষদ এর বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় পরিচালনা করেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক এড. মঈদুল ইসলাম শিশির ও ডাঃ নজরুল ইসলাম লুলু।
আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক মো. আশরাফ হোসেন ও মো.ফারক হোসেনসহ জিয়া পরিষদের সদস্যবৃন্দ।