যে কোন মূল্যে ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতাকে বজায় রাখব- কৃষিমন্ত্রী

টাঙ্গাইল মধুপুর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। যে কোন মূল্যে আমরা দেশে এই ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতাকে লালন করব ও বজায় রাখব। অশুভ শক্তি অসুরকে আমরা নির্মূল করব।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের সমান অধিকার। এটিকে আমরা বজায় রাখতে চাই। যারা সাম্প্রদায়িকতা, মৌলবাদে বিশ্বাস করে। যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। তাদেরকে আমরা ঘৃণা করি। সাম্প্রদায়িকতাকে যারা লালন করে। তারা সমাজের শত্রু, মানুষের শত্রু। তাদেরকে নির্মূল করাই আমাদের লক্ষ্য। সম্প্রীতির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, এবারের সার্বজনীন দুর্গাপূজায় আমাদের প্রত্যয় হোক, আমরা সকল সম্প্রদায়ের মানুষ মিলে সম্প্রীতির সমাজ গড়ে তোলব। সকল সম্প্রদায়কে নিয়ে উন্নত জাতি হিসেবে গড়ে উঠবো। সন্ত্রাস-জঙ্গিবাদ-মৌলবাদ মুক্ত হবে বাংলাদেশ।
মধুপুর উপজেলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

১১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *