টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পাতুলিপাড়া ও ৮নং ওয়ার্ডে বালুচড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রায় ৮ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

 

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, শিল্পপতি আবুল কালাম আজাদ, জেলা যুবদল নেতা শাতিল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মিজানুর রহমান উজ্জল, মহিলা দল নেত্রী সোনিয়া হামজা, নাসরিন আজাদ, ছাত্রদল নেতা আজাদ মিয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোনা মিয়া। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

১৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *