টাঙ্গাইলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৬ জানুয়ারি

খেলা টাঙ্গাইল লিড নিউজ

স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বালক বিভাগে টাঙ্গাইল পৌরসভা ও সখিপুর উপজেলা এবং বালিকা বিভাগে গোপালপুর উপজেলা। বালিকা বিভাগের বাকি এক ফাইনালিস্ট দল রবিবার (২৬ জানুয়ারি) সকালে নাগরপুর ও ঘাটাইল মধ্যকার সেমিফাইনাল বিজয়ী দল।
কনিবার (২৫ জানুয়ারি) টাঙ্গাইল স্টেডিয়ামে সকালে ও বিকেলে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে শীর্ষে নিয়ে ২০২৪-২৫ সালের ফুটবল ফেস্টিভ্যাল জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) ৪টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম সেমিফাইনালে বালিকা বিভাগে গোপালপুর উপজেলা টাইব্রেকারে (৫-৪) গোলে ধনবাড়ী উপজেলাকে পরাজিত করে ফাইনালে উঠেছে। খেলার শুরুতে গোপালপুর উপজেলার তানিশা কর্নার থেকে সরাসরি বাকানো শটে ধনবাড়ীর জালে বল পাঠায় (১-০)। খেলায় পিছিয়ে পরে ধনবাড়ী আক্রমন করে খেলতে থাকে এবং প্রথমার্ধের শেষ দিকে মীম কর্নার থেকে আসা বলে চমৎকার হেডে গোল করে (১-১) খেলায় সমতা আনে। এরপর ধনবাড়ী দুইবার গোল করার সহজ সুযোগ নষ্ট করায় এবং গোপালপুর আর গোল না করতে পারায় খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে গোপালপুর উপজেলার গোলরক্ষক আফরিনের চমৎকার পারফরমেন্সে সাডেন ডেথে (৫-৪) গোলে জয়লাভ করে ফাইনালে উঠে।
বিকেলে বালক বিভাগের ১ম সেমিফাইনালে সখিপুর উপজেলা ইমরুলের দেওয়া একমাত্র গোলে টাঙ্গাইল সদর উপজেলাকে পরাজিত করে এবং ২য় সেমিফাইনালে টাঙ্গাইল পৌরসভা (৩-০) গোলে নাগরপুর উপজেলাকে পরাজিত ফাইনালে উঠেছে। গোলদাতা মিলন, কায়সার ও প্রান্ত দেওয়ান।

 

বালিকা বিভাগে ২য় সেমিফাইনাল খেলায় ঘাটাইল উপজেলা (৩-১) গোলে নাগরপুর উপজেলা পরাজিত করে। তবে খেলায় ঘাটাইল ও নাগরপুর উপজেলা নিয়ম বর্হিভুতভাবে মাঠে খেলোয়াড় খেলানোর অভিযোগে দুটি দলই অভিযুক্ত হয়। তবে বিশেষ বিবেচনায় দুটি দলই রবিবার (২৬ জানুয়ারি) সকালে সেমিফাইনাল এবং বিজয়ী দল বিকেলে ফাইনাল খেলবে বলে জানা যায়।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে দুটি মাঠে দুটি ফাইনাল অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল পৌরসভা- রুহুল আমিন, রিফাত, লোকমান, জিহাদ, আকাশ, দেব, পলয়, অর্পন, মনির/কায়সার, সাওন/প্রান্ত দেওয়ান ও মিলন। নাগরপুর উপজেলা- আব্দুল আহাদ, হাবিবুল্লাহ, আকাশ আলী, সিয়াম মিয়া, রিফাত খান, তাকবির, রাকিব, অনিক মিয়া, শিমুল হোসেন, মনিরুল ও তামিম হোসেন। টাঙ্গাইল সদর উপজেলা- রিপন, পার্থ, নাজমুল, মমিন, বিশাল, বজলু, সিয়াম, জিমাম, তালহা, সুমন রেজা ও জিহাদ। সখিপুর উপজেলা- সিয়াম, মনির, রবিউল, অনিক, শাহিন, শাওয়ন, শাহেদ, মুক্তাবির শান্ত, নসির, ইমরুল ও অনিক-২
গোপালপুর উপজেলা- আফরিন, তানিশা, প্রীতি, লক্ষী, মুন্নী, কাঞ্জাজন, হ্যাপি, সাদিয়া, মীম, মুনিয়া ও আফরোজা। ধনবাড়ী উপজেলা- কবিতা আক্তার, অন্যান্য রানী, তানিয়া, শিফা (অধিনায়ক), শায়লা জামান মীম, লামিয়া, মরিয়ম, মিষ্টি আক্তার, হোসনেয়ারা, কেয়া আক্তার ও তামান্না আক্তার।
খেলাগুলো পরিচালনা রেফারীরা হলেন- হারুন অর রশীদ, রবিন খান, মাসুদ ভূঁইয়া, সুলতান মাহমুদ, আমিনুল ইসলাম লিটন, মমিরুল ইসলাম, মোমিন হোসেন, আফজাল হোসেন রতন, তাকবির, আলআমিন ও আবু হায়াত খান নবু।

 

 

৩৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *