
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেছেন, জাতীয় পার্টির কাছে আওয়ামী লীগ-বিএনপিসহ সকল রাজনৈতিক দল ও জনগণ নিরাপদ। সে কারণে যে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি ও বিদেশীরাও আজকে জাতীয় পার্টিকে সরকারে দেখতে চাচ্ছে। আগামী (২৮ অক্টোবর) দুই দল ঢাকায় কর্মসূচী ঘোষণা করেছে। কী হবে কেউ বলতে পারছে না। বিএনপি মনে করছে ক্ষমতায় না গেলে তাদের অস্তিত্ব থাকবে না। আর আওয়ামী লীগ মনে করছে ক্ষমতা হারালে তাদের অস্তিত্ব থাকবে না। তারা কেউ কাউকে নিরাপদ মনে করছে না। কিন্তু দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি ও বিদেশীরাও মনে করছে জাতীয় পার্টি সরকার গঠন করলে সবাই নিরাপদ থাকবে।
শনিবার (২১ অক্টোবর) সকালে টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌর জাতীয় পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর পৌর জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সাঈদ আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক ভিপি আবু আহমেদ, যুগ্ম আহবায়ক ছিবার উদ্দিন, সদস্য সচিব আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মির্জাপুর পৌর জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট সাঈদ আনোয়ার ও আশরাফ উদ্দিন আহমেদকে পুণরায় সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। প্রতিনিধি সভায় পৌর জাতীয় পার্টির নয় ওয়ার্ডের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।