সখীপুরে অবৈধ কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল লিড নিউজ সখিপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের বংকী এলাকায় একটি অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। অভিযানে কারখানার মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার জহির হট টমেটো সস্ কারখানায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। কারখানার ভিতরে শিশুদের লোভনীয় চিপস্ ও উচ্চ মাত্রায় কেমিক্যাল মেশানোর সরঞ্জামাদি দেখতে পায় তারা। কারখানার মালিক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, দীর্ঘদিন যাবৎ এই কারখানায় অনুমোদনহীন রং মিশিয়ে সস্ তৈরি করছে। তাছাড়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয়। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেয়া হতো। অভিযান শেষে অনিয়মের দায়ে এসএম শাহিনুজ্জামানের ছেলে কারখানার মালিক জহিরুল ইসলামকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুসারে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানায় জব্দ করা ১ হাজার লিটার সস্ ধ্বংস করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, কারখানার সামনে কোনো সাইনবোর্ড সাঁটানো ছিল না। ভুল ঠিকানা দিয়ে কারখানা পরিচালনা করা হচ্ছিল। ভোক্তা সংরক্ষণ আইনে এই রকম অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।

 

 

৪৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *