গণহত্যার জড়িতদের বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
গণহত্যার জড়িতদের বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে গণ অধিকার পরিষদ। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সহ দুর্নীতি ও দমন কমিশন মাহাবুবুর রহমান রাসেল, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ফাহাদ ও সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।
এ সময় শাকিল উজ্জামান বলেন, গণহত্যাকারী সন্ত্রাসী দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশে গণহত্যা সংগঠিত হয়েছে। অসংখ্য মানুষকে গুম, খুন করেছে। বিগত ২০০৯ সালে ৫৭ জন সেনা কর্মকর্তাকে আওয়ামী লীগ হত্যা করে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছিলো। ২০১৪ সালের ৫ মে শাপলা চত্ত্বরে অসংখ্য আলেমকে আওয়ামী লীগের নেতৃত্বে হত্যা করা হয়েছে। যে দলের নেতৃত্বে এদেশের মানুষের উপর গণহত্যা চালানো হয় সেই সন্ত্রাসী দলের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। আওয়ামী লীগের নেতৃত্বে অসংখ্য লুটপাট হয়েছে। দেশের অর্থনীতিকে এরা ধ্বংসের দিকে নিয়ে গেছে। এই সকল লুটপাটের বিচার করতে হবে। ভূঞাপুর উপজেলার এসিল্যান্ড অবৈধভাবে আস্তর বালুকে বিট বালু বলে বিক্রি করেছে। ১০ কোটি টাকার বালু ৫০ লক্ষ টাকায় বিক্রি করেছে। এসিল্যান্ড কিভাবে ১০ কোটি টাকার বালু ৫০ লক্ষ টাকায় বিক্রি করে। এটা তদন্ত হওয়া দরকার। কার কাছে এসিল্যান্ড কম দামে এই বালু বিক্রি করছে।

৫২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *