
হাবিবুর রহমান, মধুপুর ॥
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, পূজার সময়ে বিরোধীরা সারাদেশে নানান রকম রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। পূজার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে শান্তি চাইবো, যাতে পূজার মধ্যে কোন রাজনৈতিক অস্থিরতা না আসে। দেশে যেন রাজনৈতিক কোন খারাপ পরিস্থিতি না হয়। আমাদের সকলের তাদের প্রতি নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে দেশের মানুষ শান্তিতে ধর্মকর্ম পালন করতে পারছে। সেই সময়ে স্বাধীনতা বিরোধীরা রাজপথে আন্দোলনের নামে অরাজকতায় মেতে উঠেছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক শক্তিশালী। এ সময় কৃষিমন্ত্রী সংখ্যালুঘু কমিউনিটির লোকদেরকে সুন্দরভাবে পূজা আয়োজন করার জন্য শুভেচ্ছা জানান।
শনিবার (২১ অক্টোবর) রাতে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার ভাইঘাট এলাকায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় ধনবাড়ি উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম তপন, ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন, সাংবাদিক আনছার আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনেরা উপস্থিত ছিলেন।
পরে কৃষিমন্ত্রী পূজায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে কৃষিমন্ত্রী মধুপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মীর ফরহাদুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।