টাঙ্গাইলের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলা টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্পোর্টস রিপোর্টার ॥
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম। সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়, ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজ, রুসুলপুর বাছিরননেছা উচ্চ বিদ্যালয়, বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় ও বড় বাশালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অসংখ্য ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সাঁতার প্রতিযোগিতা আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিন এবং সহযোগিতা করেন জেলা ক্রীড়া অফিস সহকারী কামরুল ইসলাম রনি।

৮৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *