টাঙ্গাইল এলজিইডিতে ব্যাডমিণ্টন টুর্নামেণ্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

খেলা টাঙ্গাইল

স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল এলজিইডি ক্যাম্পাসে দপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী প্রয়াত কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে ওই পুরষ্কার বিতরণ করেন।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, টাঙ্গাইল এলজিইডি ও ১২টি উপজেলা এলজিইডির কর্মকর্তা এবং এলজিইডির কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে টাঙ্গাইল এলজিইডি ক্যাম্পাসে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে উত্তীর্ণদের মাঝে এদিন রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে নির্বাচিত সিনিয়র দল ও জুনিয়র দলের মাঝে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেন- সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুস শাকের ও সহকারী প্রকৌশলী সাকিব উল হাফিজ বনাম উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল শাকের ও কার্যসহকারী সাকিবুল হাসান।
টুর্নামেণ্টে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় (২১-১৯) পয়েণ্টে সিনিয়র দলকে জুনিয়র দল পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

জানা যায়, টাঙ্গাইল এলজিইডির আয়োজনে জেলার ১২টি উপজেলা এবং নির্বাহী প্রকৌশলীর দপ্তরের ৪৮জন কর্মকর্তা-কর্মচারী পৃথক চারটি গ্রুপে বিভক্ত হয়ে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেণ্টের ২৪টি খেলায় অংশগ্রহণ করেন। গত (২৯ জানুয়ারি) শুরু হওয়া টুর্নামেণ্টে গ্রুপ বিজয়ী খেলোয়ারদের মধ্যে সেমিফাইনাল শেষে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

৫২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *