ভূঞাপুরে বিএনপি নেতাদের অতিথি না করায় স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ

খেলা টাঙ্গাইল ভূঞাপুর লিড নিউজ শিক্ষা

ফরমান শেখ, ভূঞাপুর ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএনপি নেতাদের অতিথি না করায় শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছে কতিপয় বিএনপি নেতারা। এতে ক্ষোভ প্রকাশ করেছে খেলাধুলায় অংশ নিতে আসা শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা। এ নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইচ ও ক্যাবিং প্রতিযোগিতা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অর্জুনা ইউনিয়ন পর্যায়ের ২৩ টি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে। উদ্বোধনকালে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খানের নেতৃত্বে স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মী ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয়। পরে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশ নিতে আসা বিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা চলে যায়।

এ ব্যাপারে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খান জানান, সাবেক মন্ত্রী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নাম ক্রীড়া প্রতিযোগিতার কার্ডে না থাকায় ও না জানিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় বন্ধ করে দেন।
জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরোয়ার জাহান বলেন, স্থানীয় বিএনপি নেতাদের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু উদ্বোধনের সময় মঞ্চে না ডাকায় কিছু লোকজন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেয়।
এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে ইউএনও মহোদয়কে অবগত করা হবে।
ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ঘটনাটির ব্যাপারে কেউ আমাকে কিছু জানায়নি।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

৬৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *