কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নাম পরিবর্তনের দাবি

কালিহাতী টাঙ্গাইল লিড নিউজ শিক্ষা

স্টাফ রিপোর্টার, ভূঞাপুর ॥
টাঙ্গাইলের কালিহাতীতে ‘বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’র নাম পরিবর্তনের করে “বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক)” করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগুটিয়াতে কলেজ চত্বর এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই সাথে কলেজের বিভিন্ন প্রশাসনিকসহ সকল সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ- কলেজে পর্যাপ্ত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, শ্রেণিকক্ষ সংকট, ল্যাবের অভাব, ক্যাম্পাস নিরাপত্তা সমস্যা, খেলাধুলার মাঠের সংকটসহ নানা সমস্যা জর্জরিত। এসব সমস্যার সমাধান না করেই ক্যাম্পাসে দ্বিতীয় শিফট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। যা শিক্ষা মানোন্নয়ন আরও অবনতি ঘটাবে। ক্যাম্পাসে ২য় শিফট চালুর বিষয়ে সরকারের গৃহীত সিধান্ত বাতিল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী টাঙ্গাইল নামে ২য় শিফট চালু করে শিক্ষা কার্যক্রম পরিচালনা না করার দাবি তাদের। এছাড়াও কলেজটির নামও পরিবর্তনের দাবি জানানো হয়।
এ সময় মানববন্ধন বক্তব্য রাখেন- শিক্ষার্থী ইলিয়াস হোসাইন, মতিন, নাহিদ, পারভেজ, লেলিন, মনিরুজ্জামান মনির, তারিকুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আবদুল কাদের বেপারির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

 

 

৩৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *