মির্জাপুর থানার এএসআই আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত

আইন আদালত টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-টাঙ্গাইল মহসড়কে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় অপেশাদার আচরণের জন্য টাঙ্গাইলে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুজ্জামান টাঙ্গাইলের মির্জাপুর থানায় কর্মরত। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ. এম মাহবুব রেজওয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার দিন এএসআই আতিকুজ্জামান ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন এবং অপেশাদার আচরণের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।
জানা যায়, গত (১৮ ফেব্রুয়ারী) ভোর রাতে ভূক্তভোগী কয়েকজন বাসযাত্রী মির্জাপুর থানায় এসে চলন্ত বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসারকে অবহিত করেন। ভূক্তভোগীদের অভিযোগ আমলে না নেওয়ায় কয়েক মিনিট পর তারা থানা ত্যাগ করেন। এছাড়া ডিউটি অফিসার তাদের নাম ঠিকানা বা মোবাইল নাম্বারসহ কোন তথ্যই রাখেননি। যে কারণে মামলা নিতে বিলম্ব হয়। এরপর ঘটনার তিনদিন পরে এক ভূক্তভোগী বাসযাত্রীর মামলা নিতে হয়েছে। পরে এ ঘটনায় গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এএসআই আতিকুজ্জামানকে রাতেই মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন। এরপর শনিবার (২২ ফেব্রুয়ারী) তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তের ব্যাপারে জানতে অভিযুক্ত এএসআই আতিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ.এম মাহবুব রেজওয়ান বলেন, শনিবার (২২ ফেব্রুয়ারী) আতিকুজ্জামানের সাময়িক বরখাস্তের বিষয়টি জানতে পেরেছি। এ সময় তিনি ওই অভিযুক্ত পুলিশের উদ্দেশ্যে বলেন, বিষয়টি তিনি আরো প্রফেশনালি হ্যান্ডেল করতে পারতেন।

 

 

২৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *