টাঙ্গাইলে জে এম জি ফার্নিচার শোরুমে’র উদ্বোধন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে জে এম জি ফার্নিচার শোরুমে’র উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) শহরের জেলা সদর রোড আকুর টাকুর পাড়ায় জে এম জি ফার্নিচার বাংলাদেশের ৮তম আউটলেটে উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাকসুদুর রহমান, শোরুম মালিক জাহিদ তরফদার, জে এম জি ফার্নিচার হেড অফ সেলস এবং মার্কেটিং এ কে এম মুনির হোসাইন, ডেপুটি ম্যানেজার অপারেশন সাইফ প্রমুখ।
নিত্য নতুন আধুনিক ডিজাইন নিয়ে মর্ডান লাইফ স্টাইল ফার্নিচার এর বিশাল কালেকশন নিয়ে সাজানো হয়েছে জে এম জি ফার্নিচার এর আউটলেট। গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের ফার্নিচার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি।
উদ্বোধন উপলক্ষ্যে ক্রেতা সাধারণ পাচ্ছেন ১৫% ডিস্কাউন্ট। ক্রেতা সাধারণের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন জে এম জি ফার্নিচারের আউলেটে কর্তৃপক্ষ।

 

১৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *