মির্জাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাঈদ মিরপুর কলেজের সভাপতি মনোনীত

টাঙ্গাইল মির্জাপুর শিক্ষা

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমানকে মিরপুর কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিকী সরকার স্বাক্ষরিত পত্রে তাকে এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। এডহক কমিটির বর্তমান সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মসিউর রহমানের মনোনয়ন পরিবর্তন পূর্বক তদস্থলে সাইদুর রহমানকে মনোনীত করা হয়।
সাইদুর রহমান টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে কাজ করছেন। তিনি দীর্ঘ চার দশক ধরে ঢাকার উত্তরা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামে। মিরপুর কলেজ রাজধানী ঢাকার একটি বেসরকারি কলেজ। এই কলেজে বর্তমানে প্রায় ১২,৫০০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এই কলেজটি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ নামেও পরিচিত। এখানে ছেলে এবং মেয়ে উভয়ের লেখাপড়া করে।
পত্রে উল্লেখ করা হয়েছে এডহক কমিটির অবশিষ্ট মেয়াদকাল ২০২৫ সালের (১০ মার্চ) পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভূক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ভাইস চ্যান্সেলর মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
এদিকে বিএনপি কেন্দ্রীয় নেতা সাইদুর রহমানকে মিরপুর কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত করায় তাকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপহি হযরত আলী মিঞাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

১৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *