টাঙ্গাইলে মাহমুদনগর টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদরের মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাহমুদনগর ইউনিয়নের মাকোরকোল গ্রামে মাহমুদনগর টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদনগর টেকনিক্যাল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদরের জনতা ব্যাংক পিএলসি, টাঙ্গাইল কর্পোরেট শাখার এজিএম জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আজিজ মিঞা, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি মীর্জা শাকিল, ১২নং মাহমুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, টাঙ্গাইল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষক ও একুশের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোজাম্মেল হক, মাহমুদনগর টেকনিক্যাল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান লিটন প্রমুখ।
মাহমুদনগর টেকনিক্যাল স্কুলের ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ড নুরুন্নাহার বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহমুদনগর টেকনিক্যাল স্কুলের জমিদাতা ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাজী শাহজাহান আলী। অনুষ্ঠানে নবম শ্রেনীর নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণীর পূর্বে উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামনে মঞ্চে যাদু প্রদর্শন করেন টাঙ্গাইলের বিখ্যাত যাদুশিল্পী শওকত জং।

 

 

 

 

১৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *