মির্জাপুরে দিনে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার রাতে তাঁর দুটি গরু চুরি

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগ নেতা মারুফকে দিনের বেলায় পুলিশ গ্রেপ্তার করার পর রাতে তাঁর বাড়ি থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। মারুফ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্ক কমিটির সদস্য। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদরের সিঙ্গাপুর মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে মির্জাপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় ।
এদিকে ওই দিন রাতে সদরের বাওয়ার কুমারজানী গ্রামের তাঁর নিজ বাড়ির গোয়ালঘর থেকে দুটি গাভী চুরি হয়ে যায়। পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিঙ্গাপুর মার্কেটে মারুফের মোবাইলের দোকান থেকে তাকে থানা পুলিশ গ্রেপ্তার করে। ওই দিন রাতেই বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে চোরের দল দুটি গাভী চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, অন্যদিনের মতো সন্ধ্যায় মারুফের বাবা দুটি গাভী গোয়ালে রেখে তালা দিয়ে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখতে পান গোয়ালের তালা ভেঙে চোরের দল গাভী দুটি চুরি করে নিয়ে গেছে। গাভী দুটির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা হবে বলে লোবান মিয়া জানিয়েছেন।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

 

 

 

১৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *