ছাত্ররা কোনো রাজনৈতিক দল করছে না, দল করছে আন্দোলনে সম্পৃক্ত সমন্বয়করা- আহমেদ আযম

টাঙ্গাইল রাজনীতি লিড নিউজ সখিপুর

সখীপুর প্রতিনিধি ॥
ছাত্ররা কোনো রাজনৈতিক দল করছে না, আমার কথা পরিষ্কার- রাজনৈতিক দল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত কিছু সমন্বয়ক। তারা সাবেক ছাত্র, বর্তমানে তারা ছাত্র নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান। এ সময় তিনি বলেন, ৫ আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান তার পেছনের নায়ক ছিলেন দেশনায়ক তারেক রহমান। তিনি বলেছেন মূল শক্তি ছিল ছাত্রদল। কিন্তু তোমরা ব্যানার নিবে না। সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাই থাকবে। এ সময় তিনি আরো বলেন, মার্সিডিজ উপঢৌকন নিয়ে, হেলিকপ্টারে ঘুরে রাজনীতি করা সম্ভব নয়। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে। রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজে (প্রস্তাবিত) নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম হেলাল উদ্দিন আহমেদ। কলেজের অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, তোফাজ্জল হোসেন, সখীপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, ইউসিসিএ লি: চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পীবৃন্দ।

 

 

 

১১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *