গোপালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনকে বহিষ্কার

গোপালপুর টাঙ্গাইল রাজনীতি লিড নিউজ

ফরমান শেখ, ভূঞাপুর ॥
বিএনপির দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় একই পরিবারের তিন সমর্থককে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। বহিস্কৃতরা হলেন- উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড গাড়ালিয়া পাড়া গ্রামের কান্দু শেখের ছেলে বাবুল হোসেন, তার ভাই সেতাব আলী এবং বাবুলের ছেলে জনি। এর আগে গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, চুরি করা, মারামারিসহ অসামাজিক কার্যক্রলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হলো। তারা দলের পরিচয় বহন করতে পারবে না এবং তাদের অপকর্মের দায় বিএনপি বহন করবে না। এতে আরও বলা হয়, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের তাদের সাথে কোনো ধরণের রাজনৈতিক সম্পর্ক বজায় না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গোপালপুর উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। পরে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দলের কেউ না, সমর্থক ছিলেন।

 

 

১১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *