
স্টাফ রিপোর্টার ॥
মহান আল্লাহ ও রাসুল (সা.) এর শানে চরম অবমাননাকর শব্দ ব্যবহার এবং তাহাজ্জুদ নামাজ নিয়ে কটুক্তিকারী রাখাল সাহা (সাজ্জাদুর রহমান) এর দ্রুত গ্রেফতার, বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুসলিম সাধারণ শিক্ষাথীর্রা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মুসলিম সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে যোহরের নামাজের পর সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একাডেমিক ভবনের সামনে প্রতিবাদ সামাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বায়োটেকনোলজি এন্ড জেনের্টিক ইঞ্জিনিয়ারিং এর মনিরুল ইসলাম, হাফিজুর রহমানসহ মুসলিম সাধারণ শিক্ষার্থীরা।