মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম বলেছেন, সরকারি সকল কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সোমবার (১০ মার্চ) দুপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ৩২ জন ডিলার নিয়োগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কমিটির সভাপতি ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম সভাপতিত্বে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জামিল আহমেদ ভূইয়া, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবী বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ পক্রিয়া সম্পন্ন করতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উন্মক্ত লটারির আয়োজন করা হয়। উপজেলায় ১৪টি ইউনিয়নে ১০০ জন আবেদনপত্র জমা দেন। সাত সদস্যের আবেদপত্র যাচাই-বাচাই কমিটি বাচাইয়ে ৭২টি আবেদনপত্র বৈধ বলে ঘোষণা করেন। তাদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। উপজেলার ৩২টি বিক্রয় কেন্দ্রে ৩২ জন ডিলার উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

৩৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *