ঘাটাইলে অবৈধ তিন ইটভাটায় অভিযানে ৮ লাখ টাকা জরিমানা

আইন আদালত ঘাটাইল টাঙ্গাইল লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে ছারপত্র বিহীন অবৈধভাবে গড়ে উঠা ৩টি ইট ভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজিব কুমার ঘোষ, সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, সোমবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নন্দনগাতী মেসার্স এশিয়া ব্রিকসকে ৩ লক্ষ টাকা, মেসার্স এস কে ব্রিকসকে ৩ লক্ষ টাকা, মেসার্স এসআর ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। ঘাটাইল উপজেলা জামুরিয়া ইউনিয়নে নন্দনগাতী মেসার্স এশিয়া ব্রিকস এস কে ব্রিকস, মেসার্স এসআর ব্রিকস এরা দীর্ঘ দিন ধরে ইটভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন তোয়াক্কা না করে ইট তৈরী ও ইট পোড়ানো হচ্ছিল । বিষয়টি উপজেলা প্রশাসন অবহিত হয়ে ইট ভাটার মালিকদেরকে এ অর্থদন্ড প্রদান করেন। এ সময় ঘাটাইল থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃংখলা বাহিনী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, ঘাটাইল উপজেলায় পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

২৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *