
মধুপুর প্রতিনিধি ॥
“আলোকিত মানুষ চাই ” এ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশ্বসাহিত্য কেন্দ্র এ বই মেলার আয়োজন করেছে।
মেলায় বই পড়ার সুযোগের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনও করা হয়। সকালে ভ্রাম্যমান মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের অমিত চক্রবর্তী, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বই মেলার সংগঠক জান্নাতুল নাঈম প্রমুখ।
সারাদেশে “আলোকিত মানুষ চাই ” এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র বই মেলার অংশ হিসেবে মধুপুরেও এ কার্যক্রমের এ বই মেলা। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেনী পেশার বই প্রেমীরা মেলায় এসে তাদের পছন্দের লেখক কবি সাহিত্যিকদের বই পড়ার সুযোগ পাবে। পছন্দের বই ক্রয় করার সুযোগ মিলবে মেলা থেকে।
প্রথম দিনেই মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া প্রায় চার সহস্রাধিক টাকার বই ক্রয় করেন। মেলা চলাকালীন সময়ে থাকছে শিক্ষার্থীদের জন্য উপস্থিত বক্তৃতা। থাকবে তিন গ্রুপে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। এ মেলা চলবে আগামী (১৪ মার্চ) পর্যন্ত।