
হাবিবুর রহমান, মধুপুর।।
টাঙ্গাইলের মধুপুরে শনিবার (১৫ মার্চ) ১শ’ ৬৯ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় এ উপজেলার একটি পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে এ ক্যাম্পেইন একযোগে চলে।
জানা যায়, মধুপুর উপজেলায় মোট ১শ’৬৯ টি টিকা কেন্দ্র আছে। টিকাদান কেন্দ্র সহজে চেনার জন্য দৃশ্যমান স্হানে প্রতিটি টিকা কেন্দ্রে ১টি করে পুষ্টি পতাকা প্রদর্শিত থাকবে। যা দেখে সহজেই ক্যাম্পেইনে লোকজন তাদের শিশুদের নিয়ে আসতে পারবে।
অপুষ্টি ও অন্ধত্ব প্রতিরোধে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে জানা গেছে।
১৫ মার্চ শনিবার সকালে মধুপুর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মধুপুর ম্যাটস ভবন পরিদর্শনে আসে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও অন্যান্য কর্মকর্তাসহ টাঙ্গাইলের সিভিল সার্জন।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ক্যাম্পেইন পরিদর্শন ও শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা ) ডা. মো. জাহাঙ্গীর রশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ( মানব সম্পদ ব্যবস্থাপনা ) ডা. মো. মাসুদুর রহমান, টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ও ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান প্রমুখ।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।