
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে আগুন লেগে ২২ দোকান ও একটি ট্যাংলড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই ব্যক্তি আহত হন। এ ঘটনায় ৭ থেকে ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার লাউহাটি ইউনিয়নের লাউহাটি বাজারে রফিকের পেট্রোল ও ডিজেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ আল নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যান্যরা।
২০ Views