
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের সাথে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) শহরের একটি রেস্তোরায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াদ রায়হান আবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, জেলা সেনেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর সায়েদা খাতুন, জেলা রেস্তোরা ও মিষ্টান্ন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক সভাপতি মির্জা মাসুদ রুবল প্রমুখ। এ সময় জেলার অন্যান্য রেস্তোরা মালিকরা উপস্থিত ছিলেন।