
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বাংলাদেশ মূদ্রণ শিল্প সমিতির জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রোববার (২৩ মার্চ) পৌর সুপার মার্কেটের তৃতীয় তলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা জাফর আহমেদ।
বাংলাদেশ মূদ্রণ শিল্প সমিতির জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু কায়সার জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ ইকবাল হোসেন আজম, সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম সম্পাদক শুভত দা, কার্যকরী সদস্য হুমায়ুন চৌধুরী, যুগধারা কালার প্রিন্টিং প্রেসের মালিক সরকার হাবিব প্রমুখ। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সর্বসম্মতিক্রমে আগামী (১৯ এপ্রিল) বাংলাদেশ মূদ্রণ শিল্প সমিতির টাঙ্গাইল জেলা শাখার দ্বিবার্ষিকী সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
১৬ Views