স্টাফ রিপোর্টার ॥
যথাযোগ্য মর্যাদায় শুক্রবার (৩ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও একমিনিট নিরবতা পালন করা হয়। আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসুচীতে অংশ নেন।
২৫৭ Views