
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের ক্লাব গুলোকে খেলাধূলার জন্য ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলী। শনিবার (১১ নভেম্বর) বেলা ২টায় এমপি মমতা হেনা লাভলীর থানাপাড়ার নিজ বাসভবন থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
সময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝুটন, জাহিদ তারেক খান জুয়েল, ফুটবল ম্যাজিকম্যান বরগুনার মাসুদ রানা, আওয়ামী থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন, আওয়ামী শহর সেচ্ছাসেবক লীগের শিশির দাস উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন ক্লাব গুলোর মাঝে ৮০টি ফুটবল, ২ সেট ক্রিকেট ব্যাট, ৪ সেট ব্যাটমিন্টন, ৫টি হ্যান্ডবল ও ৫টি ভলিবল এবং ১টি ক্যারাম বিতরণ করা হয়েছে।