
বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে সরকারি কুমুদিনী কলেজ প্রাঙ্গনে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
সরকারি কুমুদিনী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল আলমের সভাপতিত্ব বরেণ্য অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫ (সদর) সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খ:মমতা হেনা লাভলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, কুমুদিনী সরকারি কলেজের উপধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক খান, সরকারি কুমুদিনী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম,নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর আতাউর রহমান প্রমুখ।