
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে তিন দিনব্যাপী দ্বিতীয় কাজী এগ্রো শীতকালীন কাপ গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে৷ শনিবার (২৫ নভেম্বর) সকালে সেনানিবাসের গলফ মাঠে টুর্নামেন্টের সমাপনী খেলার উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
টুর্নামেন্টে ঘাটাইল, ঢাকা, যমুনা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন৷
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। বেস্ট গ্রস ট্রফি অর্জন করেন মেজর সিরাজুল ইসলাম।