
স্টাফ রিপোর্টার ।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভুঞাপুর) আসনে অংশগ্রহন করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাকের পার্টি মনোনীত প্রার্থী এনামুল হক মঞ্জু।
সোমবার (২৭ নভেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এসময় জাকের পার্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাকের পার্টির টাঙ্গাইল জেলা পশ্চিম শাখার সভাপতি এনামুল হক মঞ্জু নবম ও একাদশ সংসদ নির্বাচনেও টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভুঞাপুর) আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী হয়েছিলেন।