মির্জাপুরে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান  

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ।।

টাঙ্গাইলের মির্জাপুরে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)) ও ভ্রাম্যমাণ আদালতে বিচারক মাসুদুর রহমান।

শনিবার (১১ নভেম্বর) উপজেলার গোড়াই ইউনিয়নের রহিমপুর এলাকায় বালু উত্তোলনকারীরা অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনি এ অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত খনন যন্ত্রসহ  বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

১৪০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *