কালিহাতীতে সরকারের উন্নয়ন নিয়ে যাত্রাপালা ‘জননীর স্বপ্নপূরণ’ মঞ্চস্থ

কালিহাতী টাঙ্গাইল বিনোদন

সোহেল রানা, কালিহাতী।।

শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে গণজাগরনের যাত্রাপালা উৎসব শিরোনামে টাঙ্গাইলের কালিহাতীতে ‘জননীর স্বপ্নপূরণ’ নামে একটি নাটক মঞ্চস্থ হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ও কালিহাতী উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে এই নাটকটি মঞ্চস্থ হয়।
টাঙ্গাইলের মনিকা অপেরা নামে একটি যাত্রাপালা প্রতিষ্ঠানের পরিবেশনায় এতে অভিনয় করেন প্রায় আট থেকে দশ জন কলা-কুশলী।

এই যাত্রাপালায় সারমর্ম হিসেবে বাংলাদেশের পদ্ধা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, পদ্ধাসেতু বিরোধী দুস্কৃতিকারীর ভূমিকা এবং সেতু মন্ত্রীর ভূমিকায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মানের ফলে দেশের মানুষের ভাগ্যোন্নয়নের যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে তা জনসম্মুখে তুলে ধরা হয়েছে।

যাত্রাপালাটি নাট্যকার মিলন কান্তি দে এর রচনায় শেখ হাসিনার চরিত্রে (জননী চরিত্রে) অভিনয় করেছেন মিতু, সেতু মন্ত্রীর ভূমিকায় বায়চাদ, দেশ প্রেমিক যুবকের ভূমিকায় শাকিল ও মজিদ, গ্রামের দুস্কৃতিকারীর ভূমিকায় ফালু ও দুলাল, পদ্ধবুড়ির ভূমিকায় মনোয়ারা এবং পাগলের ভূমিকায় অভিনয় করেছেন কালাম।

যাত্রাপালা প্রসঙ্গে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, আবহমান বাংলার সংস্কৃতি কে তুলে ধরার এক অনন্য প্রয়াস এই যাত্রা পালা। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কার্যক্রম গুলো জনগণের সামনে তুলে ধরায় মূলত এই যাত্রাপালার উদ্দেশ্য।

এসময় জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এলেন মল্লিক, নাট্য ব্যক্তিত্ব পল্টন দত্ত, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল ছালেক, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলী সহ আশপাশের জনসাধারণ নাটকটি উপভোগ করেন।

 

১৯৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *