
জাহিদ হাসান ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের বিভিন্ন আসনে কতিপয় প্রার্থীদের সাথে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে প্রচারনায় নেমে পড়েছেন। এতে করে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বিঘ্ন ঘটার ও সহিংসতা সৃষ্টির আশঙ্কা করছেন সচেতন বিভিন্ন মহল।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে ভয়ংকর রূপধারণ করতে পারে। একদিকে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতাল-অবরোধে ব্যবহৃত হয়েছে কিশোর গ্যাং। দেশের বিভিন্নস্থানে এ ধরনের গ্রুপের বিরুদ্ধে চোরাগোপ্তা হামলায় যানবাহনে আগুন দেওয়ার বিষয়ে তথ্য পেয়েছে পুলিশ। অপরাধী চক্রের হোতা ও রাজনৈতিক নেতারা এই ধরনের কিশোর গ্যাংয়ের নেপথ্যে আছে- এমন তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে।
অপরদিকে কতিপয় প্রার্থীরা কিশোর গ্যাংয়ের মাধ্যমে তাদের ব্যবহার করে শক্তির মহড়া এরই মধ্যে প্রদর্শন করা শুরু হয়েছে। টাঙ্গাইল জেলাসহ বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। মূলত রাজনৈতিক ছত্রছায়ায় এসব কিশোর নানারকম অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টেছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনোখুনিসহ নানা অপরাধে কিশোর ও তরুণরা জড়িয়ে পড়ছে। এলাকার ছোট ছোট কিশোরদের নিয়ে গড়ে উঠা গ্রুপকে ‘গ্যাং’ বলা হয়। এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক, মাদক ব্যবসা ও দখলবাজির নেতা ও অপরাধী চক্রের হোতারা।
সংসদ নির্বাচনের আগে ও পরে কিশোর গ্যাংয়ের অপরাধ বন্ধে কাজ করতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। আরও জানা গেছে, সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও তাদের তালিকা তৈরি করা হয়েছে। তার যে কোন রাজনৈতিক নেতা বা দলের আশ্রয়ে বা নেতৃত্বে থাকুক না কেন, আইনগতভাবে তাদের কোন ছাড় দেয়া হবে না। আনুষ্ঠানিক প্রচারনা শুরু হলেই পুলিশের অভিযানও শুরু হয়ে যাবে তাদের ধরপাকরে।