স্টাফ রিপোর্টার ॥
বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের বিরুদ্ধে টাঙ্গাইলে শান্তি অবস্থান, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাসে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছানোয়ার হোসেন এমপি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রৌফ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা প্রমুখ।
এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল ও মোটরসাইকেলের বহর নিয়ে রাবনা বাইপাসে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমবেত হয়। পরে রাবনা বাইপাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের বিক্রমহাটি হয়ে পুনরায় বাইপাসে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা অবরোধ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
অবরোধ প্রতিরোধে টাঙ্গাইলে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি
৩০২ Views