
কাজল আর্য ||
টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আওয়ামী লীগের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ধারাবাহিক গণসংযোগ করছেন। তিনি উপজেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সকাল-রাত পর্যন্ত পথসভা উঠান বৈঠক করছেন। এসব গণসংযোগে নৌকার পক্ষে জনতার ঢল নেমেছে।
শনিবার উপজেলার সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। পরে নৌকার প্রার্থী বিভিন্নস্থানে গণসংযোগ করেন।
বীরমুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার উপজেলা আওয়ামী লীগের টানা ৩২ যাবত সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান ছিলেন।
তাঁর গণসংযোগে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেন এ আসনটি নৌকার ঘাঁটি। নৌকার প্রার্থী একজন আপাদমস্তক প্রবীণ রাজনীতিবিদ। তিনি মাদক ও সন্ত্রাসের সাথে কোনদিন আপোষ করেন নাই। আমার প্রত্যাশা জনগণ তাকে ভোট দিয়ে জয়ী করবে।
নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার কালের কন্ঠকে বলেন সারাজীবন রাজনীতি করেছি মানুষের কল্যাণে। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের সাথে কোনদিন বেইমানী করি নাই। আওয়ামী করতে গিয়ে অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। এমপি পদে নেত্রী আমাকে নৌকা দিয়ে ধন্য করেছেন। মুক্তিযুদ্ধের সূতিকাগার কালিহাতীতে নৌকার কোন বিকল্প নেই। জনগণ উন্নয়নের স্বার্থে নৌকাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
উল্লেখ এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও প্রয়াত মন্ত্রী শাজাহান সিরাজের মেয়ে ব্যরিস্টার সারওয়ার সিরাজ শুক্লাসহ মোট ৯ জন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৫৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৯২ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এছাড়াও মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৩ টি।
এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ আগামী ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।