স্টাফ রিপোর্টার ॥
বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বুধবার (১৫ নভেম্বর) সকালে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুল আহ্সান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সদস্য ও প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য আকরাম হোসেন কিসলু, গভর্নিংবডি সদস্য ও টাঙ্গাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সিরাজুল ইসলাম লিজু বাউলা।
নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ গভর্নিংবডি সভাপতি রওশন আরা খান। অধ্যক্ষ আনন্দ মোহন দে এর অনুষ্ঠান সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর ইনচার্জ আবু দাউদ ও দ্বাদশ শ্রেণী ইনচার্জ রুনা লায়লা। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন টাঙ্গাইলের আলোচিত বাউল শিল্পী সিরাজুল ইসলাম লিজু বাউলা। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গান ও নাচ পরিবেশন করেন।