স্টাফ রিপোর্টার, সখীপুর ॥
টাঙ্গাইলের সখীপুর উপজেলা দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর ) সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে সভাপতি পদে মোস্তফা কামাল আরিফ (চেয়ার) ৯৫ ভোট পেয়ে বিজয়ী হন। এর নিকটতম প্রতিদ্বন্ধি জাহাঙ্গীর আলম খান পান ৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে এমএ লতিফ মিন্টু (আনারস প্রতীক ) ১২২ ভোট পেয়ে বিজয়ী হন। এর নিকটতম প্রতিদ্বন্ধি ফজলুর রহমান (মোরগ প্রতীক)পান ৪২ ভোট।
এছাড়াও সহ সভাপতি পদে আশরাফ আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সহ সম্পাদক পদে শহিদুল ইসলাম (মাছ), সাংগঠনিক সম্পাদক পদে মোশাররফ হোসেন (খেজুর গাছ), কোষাধ্যক্ষ পদে হুমায়ূন কবির লিটন (দেয়াল ঘড়ি), ধর্ম বিষয়ক পদে শফিকুল ইসলাম (টিওবয়েল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলমগীর হোসাইন (প্রজাপতি) এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে আবু হানিফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছে।
মোট ১৭২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৬৭ জন। বাকী ৪ জন বিদেশে আর ১ জন জন অসুস্থ থাকায় ভোট দিতে পারেনি। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, সহকারী সমবায় কর্মকর্তা বাহারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বিল্লাল সিকদার, মীর শামছুল আলম, সাংবাদিক আমিনুল ইসলাম, কাউন্সিলর দেলোয়ার সিকদার।